দিরিলিস আর্তুগুল সিরিজ দেখে যা শিখলাম-দিরিলিস আর্তুগুল সিরিজ দেখে যা শিখলাম-


১. নিজেদের ভেতর যতই লড়াই, হিংসা থাকুক না কেন শত্রু মোকাবেলা সময় যদি এক না হতে পারি তবে আমরা আমাদের অস্তিত্ব হারাবো।


২. মুসলমান যেদিন থেকে বিজয় কে নিজের মনে করবে, পরাজয় সেখান থেকেই শুরু হবে।


৩. ন্যায়ের পথে যদি তোমার রক্ত তোমার বিপক্ষে যায়, তবে হতাশ হয়ো না তুমি এমন ভাই পাবে যে রক্তের ভাই থেকেও বেশি আপন হবে।


৪. যদি তুমি তোমার প্রতিপক্ষের উদ্দেশ্য বুঝতে না পারো তবে তুমি এ লড়াই আগেই হেরে গেছো।


 ৫. জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও, যার সাথে তোমার লক্ষ্য ও স্বপ্নের মিল আছে। কারণ পৃথিবীর সব সম্পর্ক চেয়ে একই লক্ষ্যের দুই অচেনা পথিকের সম্পর্কই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়, যতক্ষণ না তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়।


৬. তোমার সিদ্ধান্তই তোমাকে গড়ে তুলবে আর প্রতিটি বিপদ তোমাকে আরো শক্তিশালী করবে।


৭. নিজের উত্তরসূরীদের জন্য সব সময় দোয়া করো যাতে তারা যেন পথভ্রষ্ট না হয়ে যায় কারণ, তাদের মূর্খতা তোমার অর্জনকে কলঙ্কিত করতে পারে।