❤❤তুরগুত আল্প❤❤


তুরগুত আল্প ১১৯৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সুঠামদেহী এবং সাহসী যোদ্ধা। তিনি কুঠার চালনায় খুবই পারদর্শী ছিলেন।

❤❤তুরগুত আল্প❤❤


তুরগুত আল্প ১১৯৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সুঠামদেহী এবং সাহসী যোদ্ধা। তিনি কুঠার চালনায় খুবই পারদর্শী ছিলেন। তুর্কী জাদুঘরে তার ব্যবহৃত কুঠার এখনো সংরক্ষিত রয়েছে। তিনি ছিলেন আরতুগ্রুলের একনিষ্ঠ সমর্থক ও বিশ্বস্ত বন্ধু। তিনি শাসক আরতুগ্রুলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতেন এবং সমর্থন করতেন।

আর্তুগুল গাজীর মৃত্যুর পর তিনি আর্তুগুল গা,জীর ছেলে এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানকে সমর্থন করেন এবং সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেন। ১২৯৮ কি ১২৯৯ খ্রিস্টাব্দে উসমান গাজী এই বীর সেনাকে ইনেগুলের প্রধান হিসেবে নিযুক্ত করেন। তুরগুত ওসমান গাজীর মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজীকেও সমর্থন দেন। তিনি কায়ী বসতির প্রধান সুলেমান শাহ , আর্তুগুল গাজী, ওসমান গাজী এবং ওরহান গাজী এই ৪ পুরুষের সাথে সাম্রাজ্য প্রতিষ্ঠার লড়াইয়ে নিযুক্ত ছিলেন। এই মহান বীর ১৩২৩ সালে ইন্তেকাল করেন।

তুরগুত আল্প ১২৮ বছর হায়াত পেয়েছিলেনন!   মাশাআল্লাহ।।❤️